রাস্তার মাঝামাঝি একটা জায়গায় তৈরি হয়েছে বিশাল মঞ্চ। চারপাশে প্রচুর চেয়ার। মঞ্চে শেষ মুহুর্তের ঠোকাঠুকি প্রায় সম্পূর্ণ। মঞ্চের নিচের অংশ পরীক্ষা করে নিশ্চিত হতে তৎপর পুলিশ আধিকারিকরা। ১২টি ওয়াচ টাওয়ার তৈরির কাজও শেষ। পুরো এলাকার ওপর নজর রাখছে বিভিন্ন কোণায় লাগানো সিসিটিভি। বৃহস্পতিবার রেড রোডের চেহারাটি ছিল এমনই। এখানেই এবছর থেকে শুরু হচ্ছে পুজো কার্নিভাল। বিসর্জনের শোভাযাত্রার প্রদর্শনী। তবে সব ঠাকুর নয়। যেসব পুজো কোনও না কোনও ক্ষেত্রে সেরার সম্মান পেয়েছে তারাই এই শোভাযাত্রায় যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছে। সংখ্যাটা ৩৯। এরা এক এক করে শোভাযাত্রা করে আসবে। মিনিট তিনেক সময় পাবে তাদের পুজোর থিম তুলে ধরার। সঙ্গে থাকবে তাদের প্যান্ডেলের রেপ্লিকা। আলোকসজ্জা। থিম বোঝানো শেষ হলে ধীরে ধীরে রেড রোড ধরে তারা এগিয়ে যাবে গঙ্গার ঘাটের দিকে।
বিকেল ৫টা থেকে শুরু করে এই শোভাযাত্রার প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত। অতিথির আসনে থাকবেন বহু নামীদামী ব্যক্তিত্ব। আর থাকবেন সাধারণ মানুষ। যাঁরা সুযোগ পাবেন এই শোভাযাত্রা প্রত্যক্ষ করার। শোভাযাত্রা হবে ১ দিনই। শুক্রবার সন্ধেয়। গোটা অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেজন্য প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন থাকছে শুক্রবার। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার দুপুর ২টো থেকে বন্ধ থাকবে রেড রোডে যান চলাচল।