মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপুজোর কার্নিভাল এবার তৃতীয় বছরে পা দিল। এবার মোট ৭৫টি বারোয়ারি এই কার্নিভালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। রেড রোড ধরে হবে শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে বিসর্জন। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে থেকেই শুরু শোভাযাত্রা।
কার্নিভাল উপলক্ষে সোমবার দিনভরই ছিল রেড রোড জুড়ে সাজ সাজ রব। থিমের ছোঁয়ায় এবার মুখ্যমন্ত্রী থেকে বিশিষ্টজনেদের বসার জায়গা তৈরি হয়েছে এক রাজবাড়ির আদলে। গোটা রেড রোড জুড়ে রঙিন আলোয় মুড়ে ফেলা হয়েছে। এদিন সন্ধের পর শেষ মুহুর্তের প্রস্তুতি চলাকালীন আলো জ্বালাতেই যেন চেহারাই বদলে গেল পরিচিত রেড রোডের। চারদিকে তেমনই রয়েছে পুলিশি বন্দোবস্ত। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রেড রোডকে। কার্নিভাল উপলক্ষে থাকছে প্রচুর পুলিশি বন্দোবস্ত।