রুপোলী পর্দায় তাঁকে মা হিসাবেই চেনেন সকলে। বলিউডের নিরূপা রায়ের পর মায়ের চরিত্রে সবচেয়ে সফল তিনি। সেই রীমা লাগু চলে গেলেন। কিছুটা অকালেই। মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়নি তাঁকে। মারাঠি মঞ্চে আবির্ভাব, অভিনয় জগতে হাতেখড়ি। তারপর নিজগুণেই ক্রমশ পরিচিত মুখ হয়ে উঠতে থাকেন রীমা লাগু। মারাঠি সিরিয়াল তুজা মাঝা জামানে-তে তাঁর অভিনয় নজর কাড়ে। এরপর প্রায় মিথে পরিণত হওয়া ২টি হাস্যরসাত্মক হিন্দি সিরিয়াল ‘শ্রীমান শ্রীমতি’ ও ‘তু তু ম্যায় ম্যায়’ রীমা লাগুকে গোটা দেশের মানুষের কাছে পরিচিত মুখ করে তোলে।
বলিউডে তাঁকে মায়ের চরিত্রে দেখতেই অভ্যস্ত সকলে। মা হিসাবে নিজের একটা শক্তিশালী জায়গাও তৈরি করেছিলেন দ্রুত। ম্যায়নে পেয়ার কিয়া, সাজন, হাম আপকে হ্যায় কৌন, আশিকী, বাস্তব, রঙ্গিলা, কুছ কুছ হোতা হ্যায়, হাম সাথ সাথ হ্যায়-এর মত ইতিহাস সৃষ্টি করা সিনেমায় রীমা লাগুর অভিনয় চিরদিন সকলের মনে থাকবে। তাঁর মৃত্যুতে গোটা বলিউডে শোকের ছায়া। কদিন আগেই বিনোদ খান্নাকে হারিয়েছে বলিউড। এবার আকালেই চলে গেলেন রীমা লাগু।