ধুঁকছে ভাই অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনস। বাজারে ঋণের অঙ্ক ৪৫ হাজার কোটি ছাড়িয়েছে। সংস্থাকে দেউলিয়া ঘোষণার উদ্যোগও শুরু হয়েছে। এই অবস্থায় ভাইকে টেনে তুলতে এগিয়ে এলেন তাঁর আরবপতি দাদা মুকেশ আম্বানি। ভাইয়ের সংস্থার স্পেকট্রাম, মোবাইল টাওয়ার ও অপটিক ফাইবারের মত পড়ে থাকা সম্পত্তির বিনিময়ে তাঁকে ২৩ হাজার কোটি টাকার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুকেশ আম্বানি। তাও আবার এক বিশেষ দিনে।
যে বাবার হাতে গড়া বাণিজ্য সাম্রাজ্য রিলায়েন্স, তাঁর গত বৃহস্পতিবার ছিল জন্মবার্ষিকী। সেই দিনেই ভাইয়ের পাশে দাঁড়িয়ে মুকেশ আম্বানি ২৩ হাজার কোটি টাকা দেওয়ার কথা জানানোয়, ঋণের একটা অংশ অনিল আম্বানি শোধ করে দিতে পারবেন বলেই ধারণা সকলের। যারফলে আপাতত দেউলিয়া ঘোষণার হাত থেকে বেঁচে যাবে অনিলের ধুঁকতে থাকা সংস্থা।
ধীরুভাই আম্বানির ২ পুত্রের সম্পর্কের শীতলতা নিয়ে নানা কথা বাজারে ঘুরে বেড়ায়। এদিনের ঘোষণা কিন্তু সেসব গালগল্পে জল ঢেলে দিল।