রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেকবারই রেপো রেট কমিয়েছে অথবা বাড়িয়েছে। সেই বাড়া বা কমা হয়েছে ২৫ বেসিস পয়েন্টের ভিত্তিতে। ২৫, ৫০, ৭৫ এভাবে কখনও রেপো রেট কমেছে। কখনও বেড়েছে। এবার সেই প্রচলিত রীতি ভেঙে দিল আরবিআই। বুধবার আরবিআই রেপো রেট কমাল ৩৫ বেসিস পয়েন্ট। যার অঙ্কটা রেপো রেট বাড়া বা কমার ক্ষেত্রে দেখা যায়নি। এদিকে এদিন ফের রেপো রেট কমানোয় এখন রেপো রেট গিয়ে দাঁড়াল ৫.৪০ শতাংশে। আগে তা ছিল ৫.৭৫ শতাংশ। এদিন কমল ৩৫ বেসিস পয়েন্ট। এই নিয়ে টানা ৪ বার কমল রেপো রেট।
দেশের আর্থিক বৃদ্ধির হারের মন্দা কাটাতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। যদিও এতে মুদ্রাস্ফীতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি এদিন নিয়ে এই অর্থবর্ষে ৩ বার তাদের ঋণনীতি ঘোষণা করল। প্রতিবারই কমল রেপো রেট। এদিন যেখানে রেপো রেট দাঁড়াল অর্থাৎ ৫.৪০ শতাংশ তা গত ৯ বছরে সর্বনিম্ন। এত নিচে গত ৯ বছরে রেপো রেট নামেনি। অন্যদিকে রিভার্স রেপো রেট ৫.১৫ শতাংশে রেখেছে আরবিআই।
রেপো রেট কমা প্রতিবারই যাঁদের সবচেয়ে খুশির কারণ হয় সেই বাড়ি-গাড়ির ঋণগ্রহীতারা নতুন করে এদিন অক্সিজেন পেলেন। তাঁদের আশা এর হাত ধরে তাঁদের সুদের বোঝা কিছুটা হলেও লাঘব হবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি এদিন ভোটাভুটির মধ্যে দিয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা