যাবতীয় সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। তবে আগামী অগাস্টে রেটে কিছু পরিবর্তন আশা করা যেতে পারে বলেই আশা করছে বাজার। মঙ্গলবার চলতি বছরের তৃতীয় দ্বিমাসিক ঋণনীতি ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। সেখানেই যাবতীয় সুদের হার অপরিবর্তিত রাখার কথা জানান তিনি। ফলে আগামী দুমাসের জন্য রেপো রেট ৬ দশমিক ৫ শতাংশে এবং সিআইআই ৪ শতাংশেই বসে রইল। বিশ্বজুড়ে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও দেশে মুদ্রাস্ফীতির সমূহ সম্ভাবনার কথা মাথায় রেখেই এদিন সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজন। বেশ কিছুদিন ধরেই রঘুরাম রাজনকে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর পদ থেকে সরানো নিয়ে সোচ্চার কেন্দ্রীয় সরকারে একাংশ। খোলাখুলিই এ নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। আগামী সেপ্টেম্বরে রাজন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে তাঁর বর্তমান সময়সীমা সম্পূর্ণ করছেন। তার আগে শেষ দ্বিমাসিক ঋণনীতি প্রকাশ করবেন অগাস্টে। সেই ঋণনীতির গতি প্রকৃতির ওপরই রাজনকে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত অনেকটা নির্ভর করবে বলে মনে করছেন রাজনৈতিকমহল।
Leave a Reply