Business

রেপো রেট কমিয়ে চমক উর্জিত প্যাটেলের

রঘুরাম রাজন এমন পদক্ষেপ করতে ১০ বার ভাবতেন। কিন্তু ক্ষমতায় এসে সেটা সহজেই করে দেখালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল। তাঁর প্রথম ঋণনীতি পর্যালোচনায় রেপো রেট এক ধাক্কায় ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিলেন তিনি। ফলে রেপো রেট কমে দাঁড়াল ৬ দশমিক ২৫। গত ছ’বছরে রেপো রেট এতটা নিচে নামেনি। রেপো রেট কমায় গাড়ি, বাড়ির লোনে সুদের হার কিছুটা কমবে বলেই আশায় বুক বাঁধছেন মধ্যবিত্ত। ফলে কমবে ইএমআই। পুজোর আগেই ব্যাঙ্কগুলি এমন ঘোষণা করলে তো সোনায় সোহাগা। সেই সঙ্গে দেশে এখন উৎসবের মরসুম চলছে। এই সময়ে রেপো রেট কমায় বাজারের টাকার চলন অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। আরবিআইয়ের নীতি নির্ধারণের ক্ষেত্রে এদিন এক নতুন যুগের শুরু হল। কারণ এতদিন নীতি নির্ধারণের দায়িত্ব ছিল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের ওপর। কিন্তু এবার প্রথম এই সিদ্ধান্তে ভাগ বসাল মানিটরি পলিসি কমিটি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button