Business

সব আশায় জল ঢেলে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

আর্থিক বাজারকে অবাক করে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। নোট বাতিলের পর বুধবার প্রথম ঋণনীতি ঘোষণা করে আরবিআই। সেখানে রেপো রেট কমানোর আশায় বুক বাঁধছিলেন সকলেই। নোট বাতিলের পরবর্তী অবস্থায় সুদের হার কমার স্বপ্ন দেখছিলেন অনেকেই। এমনকি রেপো রেট কমার আশায় এদিন সকাল থেকেই শেয়ার বাজারও ভাল ফল করা শুরু করেছিল। কিন্তু সবকিছুতে জল ঢেলে দিলেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। জানিয়ে দিলেন রেপো রেট আপাতত অপরিবর্তিত রাখছে রিজার্ভ ব্যাঙ্ক। চলতি আর্থিক বছরের পঞ্চম দ্বিমাসিক ঋণনীতির এদিনের ঘোষণার ফলে রেপো রেট ৬.২৫ শতাংশেই থেকে গেল। তবে আরবিআইয়ের পর্যবেক্ষণে যা ধরা পড়েছে তা হল, গম, ছোলা এবং চিনির দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। ফলে রেপো রেট কমলে মুদ্রাস্ফীতির সম্ভাবনা এগুলোর দাম আরও খারাপ অবস্থায় পৌঁছে দিতে পারে। পাশাপাশি শীর্ষ ব্যাঙ্ক আপাতত ধীরে চলো নীতি নিতে আগ্রহী। এখনও টাকা ফেরতের পালা চলছে। টাকার সমস্যার কারণে দেশ জুড়ে খুচরো ও পাইকারি বাজার, রেস্তোরাঁ, যানবাহন ব্যবসা মার খাচ্ছে। একটা অস্থির অবস্থা বিরাজ করছে। সেটা কিছুটা থিতু হতে দিতে চায় রিজার্ভ ব্যাঙ্ক। এছাড়া ক্যাশলেস ভারতের দিকে এগোনোর গতির দিকেও নজর রাখছে তারা। পাশাপাশি আরবিআই মনে করছে গোটা বিশ্ব জুড়েই একটা আর্থিক অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের দাম প্রবলভাবে ওঠানামা করছে। যা ক্রমশ মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় ঋণনীতি অপরিবর্তিত রাখার রাস্তাতেই হাঁটা তারা শ্রেয় মনে করছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button