নতুন অর্থবর্ষের প্রথম ঋণনীতি ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঋণনীতিতে রেপো রেট এবারও অপরিবর্তিত রাখলেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। এই নিয়ে পরপর ৩টি ঋণনীতি ঘোষণায় রেপো রেট ৬.২৫ শতাংশে আটকে রাখলেন তিনি। দেশে মুদ্রাস্ফীতির সম্ভাবনায় লাগাম পরাতে এই পদক্ষেপ বলে জানিয়েছে আরবিআই। পাশাপাশি বিশ্বের অর্থনৈতিক অবস্থার অনিশ্চয়তার কথাও সিদ্ধান্ত নেওয়ার সময় মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে রেপো রেট অপরিবর্তিত থাকলেও রিভার্স রেপো রেটে পরিবর্তন এনেছে আরবিআই। রিভার্স রেপো রেট বাড়িয়ে ৬ শতাংশ করা হয়েছে। নতুন অর্থবর্ষের প্রথমার্ধে মুদ্রাস্ফীতি ৪.৫ শতাংশ ও শেষার্ধে ৫ শতাংশে বাঁধা থাকবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। জিডিপি বৃদ্ধির হার নয়া অর্থবর্ষে ৭.৪ হতে পারে বলে মনে করছে তারা।