প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ভারতীয় সমরসজ্জার প্রদর্শনী দেখতে মুখিয়ে থাকে গোটা দেশ। সমরাস্ত্রগুলি একে একে চলে যাওয়ার পর আসে ট্যাবলোর পালা। দেশের বিভিন্ন রাজ্য কখনও কোনও বার্তা নিয়ে, তো কখনও দেশের ওই অংশের বিশেষত্বকে তুলে ধরে ট্যাবলো সাজিয়ে হাজির হয়। সুসজ্জিত ট্যাবলোও মানুষের অন্যতম আকর্ষণ হয়। প্রতিবার সেই ট্যাবলোর সারিতে পশ্চিমবঙ্গের ট্যাবলোও নজর কাড়ে। কিন্তু এবার আর বাংলার কোনও ট্যাবলো দেখতে পাওয়া যাবেনা। প্রতিরক্ষামন্ত্রকের বিশেষ কমিটি পশ্চিমবঙ্গের ট্যাবলো করার আবেদন নাকচ করে দিয়েছে।
তাঁরা সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে আন্দোলন করছেন বলেই তাঁদের বিরুদ্ধে কেন্দ্র বৈষম্যমূলক আচরণ করছে। তাঁদের ট্যাবলো বাদ দেওয়া হল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে। এমনই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল। একই ভাবে এবার কেন্দ্রের কোপে পড়েছে মহারাষ্ট্র। তাদের ট্যাবলোও বাদ পড়েছে কুচকাওয়াজ থেকে। মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের জোট সরকার রয়েছে। বিজেপি বিরোধী আসনে। এজন্যই তাদের বাদ দেওয়া হল বলে দাবি করেছে মহারাষ্ট্রের ক্ষমতাসীন সরকার।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতের মোট ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবার তাদের ট্যাবলো নিয়ে প্রজাতন্ত্র দিবসে হাজির হওয়ার সুযোগ পেয়েছে। এছাড়াও ৬টি মন্ত্রক তাদের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তুলে ধরবে সকলের সামনে। কেন্দ্র বেছে বেছে অবিজেপি শাসিত রাজ্যগুলির ট্যাবলো বাদ দিয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী দলগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা