দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের সকালে কুচকাওয়াজ সারা দেশের কাছেই এক অন্যতম আকর্ষণ। বছরের এই একটা দিনই দেশের সমরাস্ত্রের ভাণ্ডার সর্বসমক্ষে প্রদর্শিত হয়। সকলে তা দেখার ও তার শক্তি জানার সুযোগ পান। সমরাস্ত্রের পর আসে ট্যাবলোর পালা। রাজপথ ধরে বিভিন্ন রাজ্যের ট্যাবলো এগোয় সেই রাজ্যের মৌলিক কোনও বিষয়কে সামনে রেখে। আর থাকে কেন্দ্রীয় কয়েকটি মন্ত্রকের ট্যাবলো। সেখানেও সেই মন্ত্রকের বিষয় তুলে ধরা হয়। এই বর্ণময় কুচকাওয়াজে এবার জায়গা হয়নি পশ্চিমবঙ্গের।
রাজ্যের তরফে যে ট্যাবলো ভাবনা কেন্দ্রের কাছে জমা দেওয়া হয়েছিল তা নির্বাচক মণ্ডলী বাতিল করেছে। যার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য। বাদ গেছে কেরালা, মহারাষ্ট্রের ট্যাবলো ভাবনা। অভিযোগ বেছে বেছে অবিজেপি শাসিত রাজ্যগুলিকে বাদ দেওয়া হচ্ছে। যদিও কংগ্রেস শাসিত ছত্তিসগড় এই ট্যাবলোর তালিকায় জায়গা পেয়েছে। তবে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাদের খবরে রাজ্যবাসীর দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিল কলকাতা পোর্ট ট্রাস্ট।
কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন কলকাতা পোর্ট ট্রাস্টের নাম জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হবে। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক কলকাতা পোর্ট ট্রাস্টকে তাদের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলোর থিম হিসাবে বেছে নিল। কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মকাণ্ড, মাল ওঠানামা থেকে শুরু করে হাওড়া ব্রিজ সবই জায়গা পেয়েছে এই ট্যাবলোয়। ফলে পশ্চিমবঙ্গের ট্যাবলো না থাকলেও কলকাতা পোর্ট ট্রাস্টের ট্যাবলোয় নিজেদের কিছুটা হলেও খুঁজে পাবেন বঙ্গবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা