অরুণাচল প্রদেশ লাগোয়া তিব্বতে লাইভ ফায়ার ড্রিল করল চিনা সেনা। তবে তা কোথায় কখন হয়েছে তা পরিস্কার নয়। কী এই লাইভ ফায়ার ড্রিল? শত্রুর ভূখণ্ডে যতদ্রুত সম্ভব ঢুকে সেখানে তাণ্ডব চালানোর প্রশিক্ষণই লাইভ ফায়ার ড্রিল। তাণ্ডব বলতে তার অস্ত্রভান্ডারে আঘাত হানা। বাঙ্কারে আঘাত হানা। প্রায় ১১ ঘণ্টা ধরে এই ড্রিল চলে।
ডোকলাম নিয়ে ভারত-চিন সম্পর্ক জটিল আকার নিয়েছে। এই অবস্থায় চিন সীমান্তে সমরসজ্জা করছে বলেও মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তবে এই ড্রিল কিন্তু ভারতকে খুব শান্তিতে আর থাকতে দিলনা বলেই মনে করছেন তাঁরা।