ফের সিদ্ধান্ত বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩০ ডিসেম্বরের মধ্যে ৫ হাজারের বেশি পুরনো নোট জমা দিতে গেলে প্রত্যেককেই ব্যাঙ্কের একটি ফর্ম পূরণ করতে হবে। জানাতে হবে কেন টাকা জমা দিতে এত দেরি হল। তা ব্যাঙ্ক আধিকারিকরা খতিয়ে দেখে সবুজ সংকেত দিলে তবেই টাকা জমা দেওয়া যাবে। সেখানেই শেষ নয়, কেওয়াইসি থাকা অ্যাকাউন্টে একবারই পাঁচ হাজারের বেশি টাকা এভাবে জমা দেওয়া যাবে বলেও নির্দেশিকায় জানিয়েছিল আরবিআই। কিন্তু মাত্র দুদিন আগে নেওয়া সেই সিদ্ধান্ত ফের বদল করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। প্রত্যাহার করে নিল আগের সিদ্ধান্ত। আরবিআই জানিয়েছে, পাঁচ হাজার টাকার বেশি পুরনো নোট জমা করলেও আর ব্যাঙ্ক কোনও কৈফিয়ত চাইবে না। তবে যে অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়ছে তার কেওয়াইসি থাকতে হবে। একইসঙ্গে একবারই পাঁচ হাজার টাকার বেশি পুরনো নোট জমা করা যাবে বলে যে নির্দেশিকা জারি হয়েছিল তাও প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।