সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে ২০০ টাকার নোটে। সূত্রের খবর, ভারতীয় বাজারে দৈনন্দিন খুচরো নোটের সমস্যা মেটাতে ২০০ টাকার নতুন নোট বাজারে আনতে চলেছে আরবিআই। গত মার্চেই এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তারপরই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ইতিমধ্যেই নাকি এই নোট ছাপার অর্ডারও দিয়ে দিয়েছে আরবিআই। নতুন ২০০ টাকার নোটে বিশেষ জোর দেওয়া হচ্ছে সুরক্ষায়। যাতে এর নকল কোনওভাবেই বানানো না যায়। তবে ঠিক কেমন দেখতে হচ্ছে, কী রঙ হচ্ছে এই নোটের সেসব বিষয়ে কিছুই জানায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে সোশ্যাল সাইটে ২০০ টাকার নোটের যেসব ছবি ঘুরপাক খাচ্ছে সেগুলি আদৌ সঠিক নয়।