National

গণেশ চতুর্থীতে আত্মপ্রকাশ করছে নয়া ২০০ টাকার নোট

রাত পোহালেই গোটা দেশ মেতে উঠবে গণেশ চতুর্থীর আনন্দে। গণেশ পুজো দিয়েই কার্যত শুরু হয়ে যাবে এ দেশের উৎসবের মরসুম। সেই দিনেই দেশে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন ২০০ টাকার নোট। উজ্জ্বল হলুদ রঙের এই নোট যে দ্রুত বাজারে আসতে চলেছে তা দুদিন আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। কিন্তু কবে তা জানা ছিলনা। জল্পনা চলছিল সেপ্টেম্বরের শুরুতেই নাকি বাজারে এসে যাবে এই নোট। অবশেষে সেই জল্পনায় জল ঢেলে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরবিআই জানিয়ে দিয়েছে নতুন নোট আসছে ২৫ অগাস্ট। তবে প্রথমে দেশের কিছু ব্যাঙ্কের শাখাতেই এই নোট মিলবে। আস্তে আস্তে তা গোটা দেশে ছড়ি‌য়ে পড়বে। মহাত্মা গান্ধী সিরিজের উজ্জ্বল হলুদ রংয়ের নোটের পিছনে থাকছে সাঁচী স্তূপের ছবি। ২০০ টাকার নোট পুরোদমে চালু হয়ে গেলে বাজারে তৈরি হওয়া খুচরো নোটের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button