নোট বাতিলের প্রায় ১০ মাস অতিবাহিত। এতদিন প্রশ্ন উঠছিল আরবিআই হিসেব দিতে এত দেরি করছে কেন? এবার সেই হিসাবই সামনে আনল তারা। আর যে হিসাব আনল তা বেশ চমকপ্রদ।
আরবিআই এদিন তাদের বাৎসরিক রিপোর্টে জানিয়েছে, নোট বাতিলের পর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের ৯৯ শতাংশই ব্যাঙ্কের ঘরে ঢুকেছে। দুই ধরণের নোট মিলিয়ে ১৫.৪৪ লক্ষ কোটি টাকা বাজারে ছিল। ব্যাঙ্কে ঢুকেছে ১৫.২৮ লক্ষ কোটি টাকা। ফলে প্রায় পুরোটাই ব্যাঙ্কের ঘরে ঢুকেছে।
আরবিআইয়ের এই রিপোর্টে আরও জানানো হয়েছে, নতুন ২০০০ ও ৫০০ টাকার নোট বাজারে ছাড়তে তা ছাপতে হয়েছে। যার পিছনে আরবিআইকে ৮ হাজার কোটি টাকা খরচ করতে হয়েছে।