রঙ চকোলেট। বিনিময়ে মিলতে পারে চকলেট। বলতে পারেন জিনিসটা কী? এমন ধরণের ধাঁধা বাজারে এল বলে! কারণ বাজারে গোলাপি, ধূসর, নীল, কমলা রঙয়ের নয়া নোটের পর এবার আসতে চলেছে চকোলেট রঙের নতুন ১০ টাকার নোট। ২০০৫ সালে শেষবারের মত হালকা বাদামি রঙের ১০ টাকার নোট বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১২ বছর পর নতুন অবতারে আসতে চলেছে ১০ টাকা।
২০১৬-য় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকে বাজারে আসা নতুন নোটগুলিতে দেখা গেছে নানা রঙের ছোঁয়া। নতুন ২০০০ টাকার নোট যদি হয় গোলাপি রঙের, তাহলে নতুন ২০০ টাকার নোটকে রাঙানো হয়েছে হালকা হলদে-কমলায়। আবার বাজারে আসা ৫০ টাকার নতুন নোট যেন ‘সি গ্রিন’ রঙের কাগুজে চাদর। রঙের এহেন বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে আসতে চলেছে চকোলেট বাদামি রঙের ১০ টাকার নোট। সেই নোটের এক পিঠে থাকবে ওড়িশার কোণারকের সূর্যমন্দিরের ছবি। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সেই নতুন ১০ টাকার নোটের ডিজাইন কেন্দ্রের শিলমোহরও পেয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই চকোলেটপ্রেমীদের হাতে চকোলেট নোটকে ‘অক্ষত’ অবস্থায় দেখতে পাওয়া যাবে বলে আশা করা যায়। ইতিমধ্যেই ১০০ কোটি নতুন ১০ টাকার নোট ছাপানোর কাজ শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক।