Business

সামনে এল চকোলেট রঙের ১০ টাকার নোটের চেহারা

১০ টাকার নতুন নোট যে বাজারে আসছে তার খবর আগেই হয়েছে। শুক্রবার তা নিশ্চিত করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামনে আনল নোটের চেহারা। ৬৩ মিলিমিটার বাই ১২৩ মিলিমিটার সাইজের নোটটির রঙ চকোলেট খয়েরি। নোটের সামনে থাকছে দেবনাগরী হরফে ১০ লেখা। সঙ্গে ইংরাজি হরফেও থাকছে ১০। সই থাকছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের। ছোট থেকে বড় সাইজে নম্বর প্যানেল। মহাত্মা গান্ধীর ছবির পাশে থাকবে ১০-এর ইলেকট্রোটাইপ জলছাপ। নোটের পিছনে থাকবে কোন বছরে তৈরি তার উল্লেখ।

এছাড়া পিছনে থাকবে স্বচ্ছ ভারত অভিযানের লোগো ও স্লোগান। এছাড়া দেশের সংস্কৃতিকে তুলে ধরতে কোণারকের সূর্যমন্দিরের মোটিফ থাকছে নোটে। তবে নতুন নোট বাজারে এলেও পুরনো ১০ টাকার নোট যেমন চলছে তেমনই চলবে বলে পরিস্কার করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button