নোট বাতিলের সিদ্ধান্ত যখন কেন্দ্র নেয় তখন তিনিই ছিলেন অর্থসচিব। ২০১৫ সালে তাঁকে এই দায়িত্বে নিয়ে আসা হয়। ২০১৭ সাল পর্যন্ত অর্থসচিবের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে তিনি ফিনান্স কমিশন অফ ইন্ডিয়ার সদস্য। তিনি শক্তিকান্ত দাস। যাঁকে এদিন রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসাবে বেছে নেওয়া হল।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বিবাদ চরমে ওঠার পর গত সোমবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দেন উর্জিত প্যাটেল। যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেন। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। কে হবেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর? অবশেষে সেই দায়িত্ব বর্তাল শক্তিকান্ত দাসের ওপর। উর্জিত প্যাটেলের ওপর কেন্দ্রের চাপ ছিল যে কেন্দ্রীয় ব্যাঙ্কের কোষাগারে থাকা অতিরিক্ত অর্থ তাদের ব্যবহার করতে দেওয়া হোক। যা নিয়ে বেঁকে বসেন উর্জিত। এবার কী কেন্দ্রের সেই চাহিদা নতুন গভর্নর পূরণ করবেন? সেদিকেই চেয়ে সকলে।