গোলাপি রংয়ের ২ হাজার টাকা, ধূসর রংয়ের ৫০০ টাকা, উজ্জ্বল হলুদ রঙের ২০০ টাকা, পার্পল রঙের ১০০ টাকা, সিগ্রিন রঙের ৫০ টাকা, খয়েরি রঙের ১০ টাকা ইতিমধ্যেই বাজারে চালু রয়েছে। এবার সেই নয়া নোটের সিরিজে নতুন সংযোজন হতে চলেছে ২০ টাকার নয়া নোট। পুরনো ২০ টাকার নোট তো বাজারে চালু আছেই। সেই সঙ্গে এবার নতুন ২০ টাকার নোট বাজারে চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে শুক্রবার জানানো হয়েছে শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন ২০ টাকার নোট।
নতুন নোটের সিরিজের সব বৈশিষ্ট্যই এই নতুন ২০ টাকায় থাকবে। রং হবে সবজে হলুদ। নোটের সামনে যেমন গান্ধীজির ছবি থাকে তেমনই থাকছে। নোটে থাকছে ইলোরা গুহার ছবি। এই নতুন নোট বাজারে এলেও পুরনো ২০ টাকার নোট যেমন চলছে তেমনই চলবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই।
বাজারে এখন ১০ বা ৫০ বা ১০০ টাকার নোটও পুরনো ও নতুন মিলিয়েই চলছে। নতুন নোট হিসাবে বাজারে এসেছে ২০০ টাকার নোট। আবার ১ হাজার নোট বাজারে নেই। নোটবন্দির পর প্রথম দিকে ১ হাজার টাকার নোট আরবিআই ছাড়তে পারে এমন কানাঘুষো শোনা গেলেও এখনও তা নিয়ে কোনও ঘোষণা নেই। তার মধ্যেই আবার ২০ টাকার নতুন নোট বাজারে আসতে চলেছে। যাতে সই থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের।