Business

২ হাজার টাকার নোট ছাপা কবে থেকে বন্ধ, সামনে এল বিস্তারিত তথ্য

নোটবন্দির পর ২ হাজার ও ৫০০ টাকার নতুন নোট বাজারে আসে। তারপর এক সময় বন্ধ হয় ২ হাজার টাকার নোট ছাপা।

২০১৬ সালের ৮ নভেম্বর দিনটি ভারতীয় ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায়। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দির কথা ঘোষণা করেন। জানিয়ে দেন দেশে বাতিল করা হল পুরনো ৫০০ ও ১ হাজার টাকার নোট।

নোটবন্দির পর ভারতীয় বাজারে আসে নতুন ডিজাইন, রং ও আকারের ২ ধরনের নোট। ১টি ২ হাজার টাকার এবং অন্যটি ৫০০ টাকার।


সেই ২ হাজার টাকার নোট আবার একটা সময়ের পর বন্ধ হয়েছে। এখন আর ২ হাজার টাকার নোট ছাপা হচ্ছেনা।

কিন্তু কবে থেকে বন্ধ হয়ে গেল ২ হাজার টাকার নোট ছাপা? সংবাদ সংস্থা আইএএনএস-এর করা একটি আরটিআই-এর জবাবে সে তথ্য প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ (পি) লিমিটেড। যা বেশ চমকপ্রদ।


ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ (পি) লিমিটেড জানিয়েছে ভারতে ২ হাজার টাকার নোট ছাপা হয়নি বিগত ৩ অর্থ বর্ষে। ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২-এ একটাও ২ হাজার টাকার নোট ছাপা হয়নি।

শেষবার ২০১৮-২০১৯ অর্থবর্ষে ছাপা হয়েছিল ৪৬.৬৯০ মিলিয়ন ২ হাজার টাকার নোট। বরং বিগত বেশ কয়েক বছরে অনেক জাল ২ হাজার টাকার নোট উদ্ধার হয়েছে। যে সংখ্যাটা নেহাত কম নয়। ২০২০ সালে ২ লক্ষ ৪৪ হাজার ৮৩৪টি জাল ২ হাজার টাকার নোট উদ্ধার করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button