তারা থাকা নোট আসল না নকল, পরিস্কার করে দিল আরবিআই
তারকা চিহ্ন দেওয়া নোট আসল না নকল তা নিয়েও প্রশ্ন উঠছিল। সেই প্রশ্নের উত্তর দিল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক পরিস্কার করে দিয়েছে এই নোটগুলি সম্বন্ধে তথ্য।
বেশ কিছুদিন ধরেই সমাজ মাধ্যমে তারকা চিহ্ন দেওয়া নোটের ছবি ঘুরপাক খাচ্ছিল। যেখানে নম্বর প্যানেলে একটি স্টার বা তারকা চিহ্ন দেখা যাচ্ছিল। খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল এই নোট আসল না নকল?
সাধারণ মানুষের মধ্যে ক্রমশ বিভ্রান্তি প্রকট হচ্ছিল। তাই বিষয়টি নিয়ে আর কোনও জল্পনাকে জিইয়ে না রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরিস্কার করে দিল যে এই নোটগুলি আসল না নকল।
রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে এই নোটগুলি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। তা স্বীকৃত ভারতীয় কাগজি মুদ্রা। কেন এই স্টার চিহ্ন তাও পরিস্কার দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, যে কোনও মূল্যমানের কাগজি নোটের বান্ডিল ১০০টির হয়। এই ছাপার সময় যদি কোনও ত্রুটি থেকে যায় তখন তা বদলে ফেলা হয়। কোনও নোট বদল করা হয়েছে কিনা তা বোঝা যায় এই তারকা চিহ্ন দেখে।
তারকা চিহ্ন থাকা মানে সেটি যখন প্রথম ছেপে আসে তখন তাতে কোনও ত্রুটিপূর্ণ ছাপা ছিল। যা বদলে ফেলা হয়েছে। সেক্ষেত্রে নম্বর প্যানেলে একটি তারকা যোগ করা হয়। যা দেখলেই বোঝা যায় নোটটি কোনও কারণে বদল করা হয়েছে।
এজন্য নোটগুলি নকল হয়ে যায়না। তা একেবারেই আসল। মানুষ নিশ্চিন্তে এই নোট ব্যবহার ও বিনিময় মাধ্যম হিসাবে কাজে লাগাতে পারেন বলে নিশ্চিন্ত করেছে আরবিআই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা