ব্যাঙ্কে টাকা রেখে ভুলে গেছেন, চিন্তা নেই, মনে করিয়ে দেবে নতুন ওয়েবসাইট
ব্যাঙ্কে হয়তো টাকা রাখা ছিল। কিন্তু সেকথা খেয়াল নেই। গচ্ছিত টাকা বহুদিন ধরে পড়ে আছে ব্যাঙ্কে। এবার সেকথা মনে করিয়ে দেবে একটি নতুন ওয়েবসাইট।
ব্যাঙ্কে বহু মানুষের এমন অনেক টাকা গচ্ছিত পড়ে থাকে যার কথা তাঁদের মনেও থাকেনা। ভুলে যান সেই টাকার দাবি জানাতে। এদিকে সেই টাকা ব্যাঙ্কের ঘরে থেকেই যায়। কোনও দাবিদার এসে সে টাকা দাবি করেননা। ব্যাঙ্কের ঘরে এমন না চাওয়া টাকার অঙ্কটা নেহাত কম নয়। কিন্তু গ্রাহক ভুলে গেলেও আর তাঁকে ভুলে থাকতে দেবেনা একটি ওয়েবসাইট।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস একটি ওয়েবসাইটের পথ চলার শুভ সূচনা করলেন। ওয়েবসাইটটির নাম ইউডিজিএএম বা আনক্লেমড ডিপোজিট গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশন।
এই ওয়েবসাইটে ঢুকেই এবার ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের না দাবি করা টাকার হদিশ পেয়ে যাবেন। তাও আবার ঘরে বসে। কোনও ঝক্কি ছাড়াই।
পায়ের ওপর পা তুলে ওয়েবসাইটেই গ্রাহকরা জেনে যাবেন তাঁদের কোন ব্যাঙ্কে কত টাকা গচ্ছিত পড়ে আছে। অথচ তাঁর মনে নেই বা তিনি দীর্ঘদিন তার দাবি করেননি।
এই ওয়েবসাইটের মাধ্যমেই গ্রাহক তাঁর ওই দীর্ঘদিনের ভুলে যাওয়া গচ্ছিত টাকা দাবি করতে পারবেন অথবা যদি অ্যাকাউন্টটিকে ফের কার্যকরী করতে চান সেটাও করতে পারবেন।
কার্যকরী হওয়া অ্যাকাউন্টে তাঁর পূর্বে রাখা গচ্ছিত টাকা ব্যাল্যান্স হিসাবে থাকবে। আপাতত ওই পোর্টাল ৭টি ব্যাঙ্কের না দাবি করা গচ্ছিত পড়ে থাকা অর্থের খোঁজ দেবে। ক্রমে বাকি ব্যাঙ্কগুলিকেও যোগ করা হবে।
প্রসঙ্গত ক্রমে ব্যাঙ্কগুলিতে দাবিহীন অর্থের গচ্ছিত বেড়েই চলেছে। সে বিষয়ে গ্রাহকদের সচেতন করতেই এমন পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা