২ হাজারের নোট ব্যবহার বন্ধ হচ্ছে কবে, ফেরত এল কত, জানাল রিজার্ভ ব্যাঙ্ক
২ হাজার টাকার নোটের ব্যবহার বন্ধ হওয়া এখন কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে অগাস্টের শেষ পর্যন্ত গোলাপি নোট কত রিজার্ভ ব্যাঙ্কের হাতে এল জানাল তারা।
২০১৬ সালে নোটবন্দির পর ভারতের বাজারে রিজার্ভ ব্যাঙ্ক ২ হাজার টাকার গোলাপি নোট ছাড়ে। যা বিনিময় মাধ্যম হিসাবে দীর্ঘদিন ব্যবহার হয়েছে। চলতি বছরের ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দেয় ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধ করা হচ্ছে। তবে তার জন্য সময় দেওয়া হয় সাধারণ মানুষকে।
জানিয়ে দেওয়া হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার টাকার নোট কিছু কিনতে ব্যাবহার করা যাবে। কেউ চাইলে ওই নোট নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমাও করতে পারেন। অথবা ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে নিয়ে গিয়ে সম মূল্যমানের অন্য নোট বিনিময় করে নিতে পারেন।
এক্ষেত্রে দেশের সব মানুষই তৎপর হন ঘরে থাকা ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে দিতে বা কিছু কিনে নিতে। যার জেরে অগাস্টের শেষে ২ হাজার টাকার নোটের রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফেরা নজর কেড়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের হিসাব বলছে, ৩১ অগাস্ট পর্যন্ত কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে ৩.৩২ লক্ষ কোটি টাকার গোলাপি নোট ফেরত এসে গিয়েছে। ১৯ মে যে সংখ্যক ২ হাজার টাকার নোট বাজারে ছিল তার ৯৩ শতাংশই অগাস্ট ৩১-এর শেষে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে ফেরত এসেছে।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার টাকার নোট বাজারে বিনিময় মাধ্যম হিসাবে চলবে। ব্যাঙ্কে গিয়েও তা জমা বা অন্য নোটের সঙ্গে পাল্টে নেওয়া যাবে।
কিন্তু ২ হাজারের নোট বন্ধ হওয়ার কথা জানার পর মানুষ যে আর তা ঘরে ফেলে রাখার ঝুঁকি নেননি তা ৯৩ শতাংশ নোটই কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে ফেরত আসা থেকে স্পষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা