হিসাবমত আগামী শনি, রবি ও সোমবার টানা ৩ দিন ছুটি ছিল ব্যাঙ্কের। হয়তো লম্বা ছুটির কথা মাথায় রেখে কাছেপিঠে বেড়ানোর টিকিট, হোটেলের বুকিংও আগেভাগেই করে রেখেছিলেন অনেক ব্যাঙ্ক কর্মচারি। কিন্তু সেইসব পরিকল্পনায় জল ঢেলে দিল মোদী সরকারের নোট বিভ্রাট। আমজনতার কথা মাথা রেখে শনি ও রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার ব্যাঙ্ক খুলছে। নতুন নোটও ওদিন থেকেই পাওয়া যাবে। ফলে বৃহস্পতিবার ব্যাঙ্কে প্রবল ভিড় আগে থেকেই আন্দাজ করা যাচ্ছে। এদিকে ব্যাঙ্কে গেলেই টাকা পাল্টানো যাবে না। এরজন্য প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মে লিখতে হবে কটা করে নোট তিনি বদলাতে চান। সঙ্গে লাগবে আধার কার্ড সহ ভোটার কার্ড বা অন্য কোনও সচিত্র পরিচয়পত্র। তারপরই মিলবে টাকা।
চাপ সামলাতে স্টেট ব্যাঙ্ক ২ ঘণ্টা অতিরিক্ত সময় খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাহকদের চাপ সামলাতে বৃহস্পতিবার ব্যাঙ্কের সুরক্ষার নিয়ে কলকাতার নগরপালকে চিঠি দিয়েছে ব্যাঙ্ক সংগঠন। সেখানে ব্যাঙ্ক ও তার কর্মচারিদের সুরক্ষার কথা বিবেচনা করে পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়েছে। এদিকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে টোল প্লাজায় বিশাল লাইন পড়ে যায়। পরে খুচরোর সমস্যার কারণে টোল প্লাজায় টোল ট্যাক্স নেওয়াই বন্ধ করে দেয় ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ। আগামী শুক্রবার রাত ১২টা পর্যন্ত কোনও গাড়িকেই টোল পার করতে আর টাকা গুনতে হবে না।