National

নোট বাতিলের ২০ দিন পর মুখ খুললেন আরবিআই গভর্নর

দেশের আমজনতার ভোগান্তি লাঘব করতে তাঁরা সবরকম চেষ্টা চালাচ্ছেন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দেশের সব টাঁকশালকে দ্রুত নোট ছাপতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সৎ নাগরিক কষ্ট পাচ্ছেন। তাঁদের সমস্যা মেটাতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রবিবার এই ভাষাতেই দেশবাসীকে অভয় দেওয়ার চেষ্টা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল।

নোট বাতিলের পর কার্যত মৌনব্রত নেওয়ায় বারবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল টাকা বাতিলের মত সিদ্ধান্ত ঘোষণার পরও আরবিআই গভর্নরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না কেন? কোথায় তিনি? কিন্তু তারপরও তাঁকে দেখতে বা বলতে শোনা যায়নি। অবশেষে নোটা বাতিলের প্রায় ২০ দিন পর অবশেষে মুখ খুললেন তিনি। এদিন দেশবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি কেন্দ্রের কথারই পুনরাবৃত্তি শোনা গেছে উর্জিত প্যাটেলের মুখে। দেশবাসীকে তাঁর পরামর্শ, নগদে অসুবিধা হলে বেশি করে কার্ড ও ই-ওয়ালেট ব্যবহার করুন। প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে দেশে ক্যাশলেস অর্থনীতি চালুর পক্ষেই এদিন সওয়াল করেন উর্জিত। অন্যদিকে এই সময়ে অবস্থা স্বাভাবিক করতে ব্যাঙ্কগুলির উদ্যোগের প্রশংসা করেন তিনি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button