গত ৮ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত করতে হবে। ব্যাঙ্কের প্রতিটি শাখায় যতক্ষণ কাজ হয়েছে তার প্রতিটি মুহুর্তের সিসিটিভি রেকর্ডিং রাখার জন্য এদিন ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এনফোর্সমেন্ট এজেন্সিগুলি যাতে তাদের কাজ ঠিকমত করতে পারে সেজন্যই এই নির্দেশ বলে আরবিআইয়ের তরফে জানানো হয়েছে। কারা বেআইনিভাবে নতুন নোট পকেটে পুরে গেছে তাও এই ফুটেজ থেকেই পরিস্কার হয়ে যাবে বলে মনে করছে শীর্ষ ব্যাঙ্ক। নতুন নোটের সব হিসাবও ব্যাঙ্কগুলিকে রাখার জন্য নির্দেশ দিয়েছে আরবিআই।