National

কৃষিক্ষেত্রে উন্নতির আশ্বাস দিয়ে মহাকাশে ‘রিসোর্সস্যাট-২এ’

রিসোর্সস্যাট-২এ-কে সাফল্যের সঙ্গে মহাকাশে উৎক্ষেপণ করল ভারত। রিমোট সেন্সিং এই উপগ্রহটিকে বুধবার বেলা ১০টা ২৫ নাগাদ মহাকাশে উৎক্ষেপন করা হয়। শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে মহাকাশের দিকে রওনা হয় উপগ্রহটি। যাত্রার ঠিক ১৭ মিনিটের মাথায় ৮২৪ কিলোমিটার উচ্চতায় পৌঁছে নিজের নির্দিষ্ট কক্ষপথে নিখুঁত ভাবে স্থাপিত হয় উপগ্রহটি। ১২৩৫ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। যাতে রয়েছে ৩টি উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা। যা প্রধানত দেশের কৃষিক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। জমির সঙ্গে খাপ খাওয়ানো ফসলের ধরণ থেকে শুরু করে খরার সম্ভাবনা সব কিছু সম্বন্ধে আগাম জানার জন্য প্রয়োজনীয় তথ্য পাঠাবে এই উপগ্রহ। আগামী ৫ বছর ধরে লাগাতার নিজের কাজ চালিয়ে যাবে উপগ্রহটি।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button