সান্টাক্লজ কি সত্যিই আছে, ডিএনএ পরীক্ষা চাইল এক বালিকা
সান্টাক্লজ নিয়ে শিশু মনে একটা কল্পনা ঘুরপাক খায়, সেইসঙ্গে একটা প্রশ্নও ঘোরে নিরন্তর। সত্যিই কি সান্টাক্লজ আছে? উত্তর পেতে এবার বৈজ্ঞানিক পরীক্ষা চাইল এক বালিকা।
এক বালিকা এবার সান্টাক্লজের অস্তিত্ব আছে কিনা তা জানতে একেবারে বৈজ্ঞানিক ব্যাখ্যা চাইল। সেজন্য সে প্রয়োজনীয় নমুনাও জোগাড় করেছে। এবার সে চাইছে তা পরীক্ষা করে দেখা হোক, সান্টাক্লজ আছে কিনা। বিষয়টি নিয়ে সে পুলিশের দ্বারস্থ হয়েছে।
পুলিশকে চিঠি দিয়ে সে পুরো বিষয়টি জানিয়েছে। ১০ বছরের মেয়েটি পুলিশকে জানিয়েছে, বড়দিনের প্রাক্কালে সে সান্টাক্লজের জন্য কুকি এবং সান্টার রেনডিয়ারের জন্য গাজর রেখে দিয়েছিল। তাদের খাবার হিসাবে।
পরে পরদিন সকালে অর্থাৎ বড়দিনের দিন সে ওই খাবারগুলি কিছুটা খাওয়া অবস্থায় পায়। সেই খাবারের টুকরোগুলি সংগ্রহ করে। তারপর তা নমুনা হিসাবে রেখে দেয়।
স্কারলেট নামে ওই বালিকা পুলিশকে অনুরোধ করেছে যে ওই আধখাওয়া খাবারগুলি থেকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করে দেখা হোক যে সান্টাক্লজ আদৌ আছে কিনা।
এমনকি পরে স্কারলেট নমুনাগুলি স্বাস্থ্য ও ফরেনসিক বিজ্ঞান বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছে। পুলিশ অবশ্য ওই বালিকার চিঠি পেয়ে তাকে উত্তরও পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে স্কারলেটের তদন্ত প্রক্রিয়া সম্বন্ধে যথেষ্ট ভাল ধারনা রয়েছে। সে যে খাবারের টুকরোগুলি পরীক্ষার জন্য সংগ্রহ করেছে তাও তারিফযোগ্য।
পুলিশ এও জানিয়েছে তারা যথাসাধ্য বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করবে। পুলিশের তরফে এই সুন্দর উত্তরে অভিভূত সকলেই। এক ১০ বছরের বালিকার এই আবেদন গোটা বিশ্বের সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে।