বহু প্রতীক্ষিত ‘আচ্ছে দিন’ কী তাহলে এসেই গেল? অন্তত সদ্য প্রকাশিত নিউ ওয়ার্ল্ড ওয়েলথ-এর রিপোর্ট তো সেকথাই বলছে! রিপোর্ট বলছে ব্যক্তিগত সম্পত্তির নিরিখে বিশ্বের ক্রমতালিকায় সপ্তম স্থানে রয়েছে ভারত! যার নিচে রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং ইতালি। এক নম্বরে রয়েছে আমেরিকা। ব্যক্তিগত সম্পত্তির নিরিখে বিশ্বের প্রথম দশে জায়গা পাওয়া অবশ্যই ভারতের জন্য বড় সাফল্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
রিপোর্টে বলা হয়েছে ভারতের ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক ৫ হাজার ৬০০ বিলিয়ন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে। তাদের ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক ৪৮ হাজার ৯০০ বিলিয়ন ডলার। অনেক পিছনে থেকে দ্বিতীয় স্থানে চিন। চিনের ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক ১৭ হাজার ৪০০ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে জাপান। ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক ১৫ হাজার ১০০ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছে ইউকে। ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক ৯ হাজার ২০০ বিলিয়ন ডলার। পঞ্চম স্থানে জার্মানি। ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক ৯ হাজার ১০০ বিলিয়ন ডলার। ষষ্ঠ স্থানে ফ্রান্স। ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক ৬ হাজার ৬০০ বিলিয়ন ডলার।