ভারতের ৫৮ শতাংশ সম্পদের মালিক জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ! দেশের মাত্র ৫৭ জন কোটিপতির হাতে যে সম্পদ রয়েছে তা দেশের ৭০ শতাংশ মানুষের মোট সম্পদের সমান! দাভোসে বসতে চলা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের আগে এমনই এক তথ্য সামনে এনে রীতিমত শোরগোল ফেলে দিল মানবাধিকার সংগঠন অক্সফাম। তাদের সাফ দাবি, ভারতে অর্থনৈতিক বৈষম্য এখন এতটাই ভয়ংকর পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে। অক্সফাম তাদের পেশ করা রিপোর্টে জানিয়েছে, ভারতে এই মুহুর্তে বিলিয়নিয়ারের সংখ্যা ৮৪ জন। যার প্রথম ৩টি নাম রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি (ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৯.৩ বিলিয়ন ডলার), সান ফার্মার প্রতিষ্ঠাতা দিলীপ সাংঘভি (ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৬.৭ বিলিয়ন ডলার) এবং উইপ্রোর চেয়ারম্যান আজিম প্রেমজি (ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৫ বিলিয়ন ডলার)! এছাড়া একে একে রয়েছেন এইচসিএল কর্তা শিব নাদার, সেরাম ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সাইরাস পুনাওয়ালা, আর্সেলর মিত্তালের মালিক লক্ষ্মী মিত্তাল, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান ও এমডি উদয় কোটাক ও আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা।