ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালির মত দেশকে পিছনে ফেলে বিশ্বের সম্পদশালী রাষ্ট্রের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এল ভারত। ২০১৭ সালে ভারতের সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন মুলুকের নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ নামে সংস্থার পেশ করা রিপোর্ট তৈরি হয় কোনও দেশের নাগরিকদের হাতে থাকা সম্পূর্ণ সম্পত্তির মোট হিসাবের ভিত্তিতে। এখানে সরকারি তহবিল যোগ হয়না। সেই হিসাবে ২০১৬ সালে যেখানে ভারতের মোট সম্পদের পরিমাণ ছিল ৬ হাজার ৫৮৪ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলার। শতাংশের নিরিখে মাত্র ১ বছরের ব্যবধানে বৃদ্ধির হার ২৫ শতাংশ। এই খতিয়ানের ভিত্তিতেই ভারতকে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত গতির সম্পদবৃদ্ধিকারী দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে রিপোর্ট অনুযায়ী বিশ্বের সম্পদশালী দেশের তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে আমেরিকা। তাদের সম্পদের পরিমাণ কার্যত অন্যদের ধরাছোঁয়ার বাইরে। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদের মোট পরিমাণ ৬৪ হাজার ৫৮৪ বিলিয়ন মার্কিন ডলার। সম্পদের নিরিখে অনেকটাই পিছনে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তাদের মোট সম্পদের পরিমাণ ২৪ হাজার ৮০৩ বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাদের মোট সম্পদের পরিমাণ ১৯ হাজার ৫২২ বিলিয়ন মার্কিন ডলার। চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন। তাদের সম্পদের পরিমাণ ৯ হাজার ৯১৯ বিলিয়ন মার্কিন ডলার। পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। তাদের সম্পদের পরিমাণ ৯ হাজার ৬৬০ বিলিয়ন মার্কিন ডলার। তারপরেই রয়েছে ভারত। সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। তাদের সম্পদের পরিমাণ ৬ হাজার ৬৪৯ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে কানাডা, অস্ট্রেলিয়া ও ইতালি।