বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে এল ভারত। ফ্রান্সকে ঠেলে পাঠিয়ে দিল ৭ নম্বরে। ২০১৭ সালের নিরিখে করা বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যানে এমনই তথ্য সামনে উঠে এল। দেখা যাচ্ছে ভারতের জিডিপি ২ দশমিক ৫৯৭ ট্রিলিয়ন ডলার। সেখানে ফ্রান্সের জিডিপি ২ দশমিক ৫৮২ ট্রিলিয়ন ডলার। খতিয়ান বলছে গত ১০ বছরে ভারতের জিডিপি প্রায় দ্বিগুণ হয়েছে। যা আগামী দিনে এশিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হওয়ার দাবি রাখে।
যদিও মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তি ফ্রান্সের এখনও ধারে কাছে পৌঁছতে পারেনি ভারত। ফ্রান্সের মাথা পিছু জাতীয় আয় ভারতের ২০ গুণেরও বেশি। কারণটা অনুমেয়। সেটা হল ভারতের বিশাল জনসংখ্যা। এই মুহুর্তে প্রায় ১৩৪ কোটি। তুলনায় ফ্রান্সের জনসংখ্যা হিসাবেই আসেনা। ফ্রান্সের জনসংখ্যা মাত্র ৬ কোটি ৭০ লক্ষ। ফলে তাদের মাথাপিছু জাতীয় আয় বেশি হওয়াটাই স্বাভাবিক।