তাঁর মনে আছে তিনি তখন ১১ ক্লাসে পড়েন। সেই প্রথম কোনও পেশাদার নাটকে অভিনয় করতে মঞ্চে আসেন তিনি। বেশ কয়েকজন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র অভিনেতার সঙ্গে তাঁকে অভিনয় করতে হয়। এর আগে টুকটাক অভিনয় করার অভিজ্ঞতা থাকলেও সেদিন ছিল প্রথম কোনও পেশাদার নাটকে অভিনয়। নাটকের নামটাও তাঁর আজও মনে আছে। নাম ছিল ‘অউর কিতনে টুকরে’। ২৭ মার্চ বিশ্ব থিয়েটার দিবসে এভাবেই নস্টালজিয়ায় ডুবলেন বলিউড সুন্দরী রিচা চাড্ডা। ওই নাটকে তিনি এক্সট্রা হিসাবে অভিনয় করেন। কিন্তু সেদিন তাঁর সুযোগ হয়েছিল এনএসডি-র অভিনেতাদের অভিনয় কাছ থেকে দেখার, জানান রিচা।
একইভাবে বিশ্ব থিয়েটার দিবসে নিজের প্রথম অভিনয়ের কথা বলতে গিয়ে নস্টালজিক অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘লীলা নন্দলাল কি’, এটাই ছিল থিয়েটারের নাম। পাটনায় মঞ্চস্থ হয়েছিল নাটকটি। সেটাই তাঁর প্রথম পেশাদার মঞ্চে অভিনয়। যেখানে একজন পুলিশ তথা এক চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
বলিউডে এখন এমন অনেক চরিত্রাভিনেতা আছেন যাঁদের সঙ্গে মঞ্চের যোগ নিবিড়। জীবনের শুরুটা অনেকেই মঞ্চ দিয়েই করেছেন। ফলে তাঁদের অভিনয় প্রতিভার বিকাশ সে সময়ে অনেকটাই হয়ে গিয়েছিল। কথায় বলে যে শিল্পী মঞ্চে সফল তিনি ছোট বা বড় পর্দাতেও সফল হবেন।
সিনেমায় অভিনয় করলেও এখনও বহু শিল্পীর মঞ্চের প্রতি টানটা রয়েই গেছে। শুধু বলিউড বলেই নয়, বাংলা সিনেমা বা টিভির পর্দায় অভিনয় করা এমন বহু মানুষের জীবন শুরু থিয়েটারে অভিনয় দিয়েই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)