রিও অলিম্পিকে ভারতের পদকের খরা কী কাটবে? আপাতত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ২টি ইভেন্টের দিকে চেয়ে। রবিবার ভল্টের ফাইনালে নামতে চলেছেন দীপা কর্মকার। যাঁর দিকে চেয়ে গোটা দেশ। ত্রিপুরার মেয়ে ইতিহাস গড়তে পারেন কিনা সেদিকে চেয়ে সকলে। যাঁরা গোটা অলিম্পিক সেভাবে টিভির পর্দায় চোখ রাখেননি, তাঁরাও এদিন অপেক্ষায় দীপার ভল্ট দেখবেন বলে।
অন্যদিকে ব্রোঞ্জের লড়াইয়ে এদিন কোর্টে নামতে চেলেছেন ভারতের মিক্সড ডাবলস জুটি সানিয়া-বোপান্না। এদের দিকেও চেয়ে সকলে। এছাড়া ট্র্যাক এন্ড ফিল্ডে ১৯৮৪-র পর ললিতা বাবরের হাত ধরে এই প্রথম ফাইনাল রাউন্ডের মুখ দেখল ভারত। স্টিপলচেজের ৩ হাজার মিটার ফাইনালে পৌঁছনোর যোগ্যতা নির্ণায়ক লড়াইয়ে শনিবার ফাইনালের টিকিট ঝুলিতে পুরেছেন ললিতা।