
সাইনা নেহওয়াল, সানিয়া মীর্জা, অনির্বাণ লাহিড়ি, অভিনব বিন্দ্রা, লিয়েন্ডার পেজের মত ভারতের নক্ষত্র খেলোয়াড়রা রিওতে হতাশ করেছেন। পদক জয়ের রাস্তা থেকেই একের পর এক ছিটকে গেছেন তাঁরা। রিও অলিম্পিকের প্রায় শেষ প্রান্তে এসে সকলে প্রায় ধরেই নিয়েছিলেন খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে। সেখানে হঠাৎই পদকের আসা উজ্জ্বল করলেন পিভি সিন্ধু। বিশ্বের দ্বিতীয় বাছাই চিনের ইয়াহান ওয়াংকে হারিয়ে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছে গেছেন সিন্ধু। আর একটা ম্যাচ জিততে পারলেই পদক নিশ্চিত করতে পারবেন ভারতের এই তরুণ প্রতিভা। টানটান উত্তেজনার কোয়ার্টার ফাইনালে ইয়াহানকে স্ট্রেট সেটে ২১-২০ ও ২১-১৯ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেন পিভি। সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের নোজোমি ওকুরা। ইয়াহানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সিন্ধু ওকুরাকে হারাতে পারবেন বলেই মনে করছেন ব্যাডমিন্টন বিশেষজ্ঞেরা। আর তা যদি সত্যি হয় তবে অন্তত রিও থেকে খালি হাতে ফিরতে হবে না ভারতকে।