
অলিম্পিকের প্রথম দিনে পুরুষদের হকিতে সহজ জয় পেল ভারত। ২০০০ সালের পর এই প্রথম অলিম্পিকে পুরুষদের হকিতে জয় পেল ভারত। এদিন পুল বি-তে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দেয় শ্রীজেশ ব্রিগেড। খেলার ১৫ মিনিটের মাথায় ভি রঘুনাথের স্টিক থেকে প্রথম গোলটি আসে ভারতের ঝুলিতে। ১২ মিনিট পর ফের গোল। এবার গোল আসে ভূপিন্দর সিং পালের হাত ধরে। ফলে ২-০-য় এগিয়ে যায় ভারত। এরপর আয়ারল্যান্ড গোল করে ব্যবধান কমালেও দ্রুত ফের ভূপিন্দরের গোলে ৩-১-এ এগিয়ে যায় ভারতীয় দল। খেলার শেষ দিকে এসে আয়ারল্যান্ড আরও ১ গোল দিলেও তাতে শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলে জয় দিয়ে অলিম্পিকে পুরুষ হকিতে দৌড় শুরু করে ভারত।