
একরাশ বিতর্কের পরও পুরুষদের ডবলসে তাঁদের ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু স্বপ্ন বাস্তবের মাটিতে চুরমার হয়ে গেল শুরুতেই। রিও অলিম্পিক থেকে ছিটকে গেল রোহন বোপান্না-লিয়েন্ডার পেজ জুটি। প্রথম দিনে প্রথম রাউন্ডেই পোল্যান্ডের জুটির কাছে হেরে গেলেন ভারতীয় টেনিসের দুই নক্ষত্র। তাও আবার স্ট্রেট সেটে। খেলার ফল ৪-৬, ৬-৭, ৬-৮। হারের পিছনে কোর্টের দুজনের তালমিলের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞেরা। এটাই হয়তো লিয়েন্ডারের জীবনের শেষ অলিম্পিক ম্যাচ। ৪৩ বছরের লিয়েন্ডার এবার সপ্তমবারের জন্য ভারতের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করছেন। জীবনের শেষ অলিম্পিকে প্রথম রাউন্ডেই এমন জঘন্য হার তাঁর ঝলমলে কেরিয়ারে একটা দাগ হয়ে রইল বলেই মনে করছে টেনিস বিশ্ব।