
রিও অলিম্পিকে প্রথম দুদিনে ভারতের একরাশ ব্যর্থতার মাঝে দেশের পদক জয়ের আশা উজ্জ্বল করলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। ভল্টে কোয়ালিফাইং রাউন্ডে অষ্টম স্থান অধিকার করে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। ভারতের জিমন্যাস্টিকস ইতিহাসে যা রেকর্ড। কারণ আজ অব্দি দেশের কোনও মহিলা জিমন্যাস্ট অলিম্পিকে জিমন্যাস্টিকসের কোনও ইভেন্টে ফাইনাল রাউন্ডে পৌঁছতে পারেননি। আগামী ১১ অগাস্ট ফাইনালে পদক জয়ের লড়াইয়ে নামবেন ত্রিপুরার মেয়ে দীপা। কোয়ালিফাইং রাউন্ডে কঠিনতম ও ঝুঁকিবহুল প্রোদুনোভা ভল্ট সহজেই করে দেখান দীপা। জিমন্যাস্টিকস বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বিশ্বে মাত্র ৫ জন খেলোয়াড় এই প্রদুনোভা ভল্ট দিয়ে ঠিকমত ল্যান্ড করতে পারেন। এই অবস্থায় দীপার কৃতিত্বকে সেলাম জানাতেই হয়। অলিম্পিকে লড়াই দেওয়ার জন্য যে অনুশীলন পরিকাঠামো প্রয়োজন তা দীপা পাননি। তার পরেও দীপার এই রেকর্ডে উচ্ছ্বসিত গোটা ভারত। এদিন ট্যুইট করে দীপাকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে অন্যদের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনও। অন্যদিকে এদিন শ্যুটিংয়ের ফাইনালে অভিনব বিন্দ্রাও ব্যর্থ হন।