এক তরুণী এটিএম মেশিনের সামনে দাঁড়িয়ে। তাঁর পিছনে একটি ছোট ছেলে। হঠাৎ উদয় হওয়া এক তরুণ ছোট ছেলেটিকে টপকে মেয়েটির পিছনে লাইন দিয়ে দেয়। সেটাই হয়তো ক্ষোভের কারণ। তাই ওই তরুণকে উচিত শাস্তি দেওয়ার এক অদ্ভুত রাস্তা নেয় ছোট ছেলেটি। দুষ্টুমি করে তরুণীকে পিছন থেকে একটি থাপ্পড় মাড়ে সে। মেয়েটি ঘুরে ওই তরুণের কুকীর্তি মনে করে তাঁকে চড় মারেন। ওই তরুণ বোকা বনে বাচ্চাটিকে তার জায়গা ছেড়ে দিয়ে পিছিয়ে যায়। সামনে এগিয়েও তরুণীকে ফের পিছন থেকে চড় মারে বাচ্চাটি। ফের ওই তরুণের কাণ্ড মনে করে তাঁকে চড় কষান তরুণী। কিছু না করেও ২টি চড় খেয়ে ওই জায়গা ছেড়েই চলে যান ওই তরুণ।
এটা একটা মজার ভিডিও। ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেন বলিউডের এক সময়ের ডাকসাইটে তারকা ঋষি কাপুর। কিন্তু এই পোস্ট নিয়েই বিপত্তি। জয় হো ফাউন্ডেশন নামে একটি এনজিও এই ভিডিওকে পর্নোগ্রাফিক বিষয়বস্তু সম্বলিত বলে অভিযোগ করে ঋষি কাপুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, ঋষি কাপুরের ট্যুইটারে ফলোয়ার ২৬ লক্ষ। এত মানুষের কাছে এই ছবি পৌঁছনো ঠিক নয়। বিতর্কিত ট্যুইটের জন্য খ্যাত ৬৪ বছরের এই তারকা এবার পুলিশের ঝামেলাতেও পড়ে গেলেন।