কীভাবে শ্রীদেবী রাতারাতি একটা ‘দেহ’ হয়ে গেলেন? প্রচণ্ড রেগে প্রশ্ন তুললেন ‘চাঁদনি’র হিরো ঋষি কাপুর। আসলে দুবাইতে শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর পর তাঁর দেহ কবে ফিরবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন সময় তা দেখানো হচ্ছে। তাতে কিছু চ্যানেল দেখাচ্ছে সোমবার রাতের মধ্যেই দেহ ফিরবে মুম্বইতে। এতেই বেজায় চটেছেন চাঁদনির কো-স্টার। ট্যুইট করে ঋষি কাপুর একহাত নিয়েছেন চ্যানেলগুলিকে। তাঁর প্রশ্ন আচমকা শ্রীদেবী ‘দেহ’ হয়ে গেলেন? সব টেলিভিশন চ্যানেল দেখাচ্ছে ‘দেহ’ এদিন রাতে মুম্বই ফিরিয়ে আনা হবে? হঠাৎই কারও ব্যক্তিত্ব হারিয়ে গেল আর তিনি ‘দেহ’ হয়ে গেলেন!
এই ‘দেহ’ শব্দটাতেই আপত্তি ঋষি কাপুরের। শ্রীদেবীকে কেন শ্রীদেবী না বলে দেহ বলা হচ্ছে তা নিয়ে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যদিও এটা প্রথম নয়। এর আগেও গত বছর যখন বিনোদ খান্না মারা যান তখন তাঁর শেষকৃত্যে কোনও নতুন প্রজন্মের অভিনেতার উপস্থিত না থাকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন ঋষি কাপুর। সাফ জানিয়েছিলেন এই প্রজন্মের একজন অভিনেতাও শেষকৃত্যে গেলেন না। কীভাবে সম্মান জানাতে হয় তা তাঁদের শেখা উচিত।