Entertainment

নতুন পরিচালকদের লাখ টাকার পরামর্শ দিলেন ঋষি কাপুর

আক্ষরিক অর্থে কোনও পরামর্শের দাম লক্ষ টাকা নয়। তা আসলে অমূল্য। তেমনই একটি পরামর্শ নতুন পরিচালকদের দিলেন অভিনেতা ঋষি কাপুর। সোশ্যাল সাইটে যথেষ্ট অ্যাকটিভ ঋষি কাপুরকে বিভিন্ন বিষয়েই মুখ খুলতে দেখা যায়। এবার তিনি একটি ছবি প্রকাশ করলেন সোশ্যাল সাইটে। সেই ছবিতে তিনি তাঁর কাকা শাম্মি কাপুরের ১৯৬৬ সালের সুপার হিট সিনেমা তিসরি মঞ্জিল-এর শ্যুটিংয়ের একটি দৃশ্য তুলে ধরেছেন। সেখানে শাম্মি কাপুর অভিনয় করছেন আর তাঁকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন পরিচালক বিজয় আনন্দ।

Shammi Kapoor
ঋষি কাপুরের শেয়ার করা তিসরি মঞ্জিল-এর শ্যুটিংয়ের দৃশ্য, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @chintskap

এই ছবি তুলে ধরে ঋষি কাপুর ইন্ডাস্ট্রির নতুন পরিচালকদের পরামর্শ দিয়েছেন, মনিটর নয়, তাঁর অভিনেতা কেমন কাজ করছেন তা খুব কাছ থেকে একজন পরিচালকের দেখা উচিত। প্রসঙ্গত এখন সিনেমা হোক বা টিভি সিরিয়াল। সবেতেই শ্যুটিংয়ের সময় পরিচালকরা অভিনয় সরাসরি না দেখে মনিটরে চোখ রেখে দেখেন। মনিটরে দেখে ভাল লাগলে ওকে। নতুবা রি-টেক। আর এখানেই আপত্তি জানিয়েছেন ঋষি কাপুর।


ঋষি কাপুরের এই পরামর্শকে স্বাগত জানিয়েছেন পরিচালক শেখর কাপুর। তিনি ঋষি কাপুরের সোশ্যাল সাইটে পোস্টের প্রেক্ষিতে পোস্ট করে জানিয়েছেন, ঋষি ঠিক বলেছেন। তিনি নিজেও মনিটরে চোখ রাখাকে ঘৃণা করেন। মনিটর জিনিসটিকে যতটা পারা যায় তিনি দূরে রাখাই পছন্দ করেন। শেখর জানিয়েছেন, না তিনি নিজে মনিটরে চোখ রাখেন, না তাঁর সিনেমার অভিনেতাদের রাখতে দেন। তাঁর চোখে মনিটর দেখে সিনেমা তৈরি হল আদপে একটা অলস পদ্ধতি। তবে শেখর যোগ করেছেন যে একমাত্র মনিটর দেখা যেতে পারে যদি কোনও জটিল ভিজুয়াল এফেক্ট শট নিতে হয় তখন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button