ট্যুইট করে এদিন ঝড় তুলে দিলেন সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একটি ট্যুইটে তিনি বলেন, এদিন থেকে তিনি রাজ্যসভায় নির্দল সাংসদ হিসাবে থাকবেন। রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয় রাজ্যসভায় তুলে ধরবেন। এর পাশাপাশি ঋতব্রত লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। এছাড়া রাজ্যের নাম বদল করে বাংলা করার যে প্রস্তাব রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে রাজ্যের সেই নাম বদলের দাবি তিনি সংসদে তুলে ধরবেন।
তাঁকে দল থেকে বহিষ্কারের পর সিপিএমের পক্ষ থেকে রাজ্যসভায় নিয়ম মেনে জানিয়ে দেওয়া হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর তাদের সদস্য নন। এরপর রীতি মেনেই রাজ্যসভার ওয়েবসাইটে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ ৭ নির্দল সাংসদের নাম প্রকাশ করা হয়। ফলে এবার থেকে রাজ্যসভায় ঋতব্রতর কোনও দল নেই। তিনি নির্দল। তবে যেভাবে তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা শুরু করেছেন তাতে তিনি যে আগামী দিনে সংসদে তৃণমূলের পাশেই থাকবেন তা মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।
দল বিরোধী কাজের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। হাতে অ্যাপল ওয়াচ, পকেটে দামি ঘড়ি অথবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তাঁর সঙ্গে সহবাসের অভিযোগ তুলে এক মহিলার দরবার। একের পর এক বিতর্কে জড়াচ্ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁর বিলাসবহুল জীবনযাপনের অভিযোগও সামনে আসছিল। এরপর সিপিএম নেতৃত্ব তাঁকে দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। যদিও ঋতব্রত দাবি করেন দলীয় সাংসদ মহম্মদ সেলিমের বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে দলের রোষে পড়তে হয়েছে।