কুস্তিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন ‘দঙ্গল’ খ্যাত গীতা ও ববিতা ফোগটের ছোট বোন রিতু ফোগট। পোল্যান্ডে আয়োজিত অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে হরিয়ানার মহিলা কুস্তিগির রিতু জিতলেন রূপো। রিতু গত বছরই কুস্তির কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি বুলগেরিয়ার সেলিস্কাকে ৪-২ ফলে হারান। সেমিফাইনাল থেকে ফাইনালের পথে চিনের কুস্তিগির জিয়াং ঝু তাঁর কাছে ৪-৩ ফলাফলে পরাজিত হন। কিন্তু ফাইনালে তুরস্কের ডেমিরহানের কাছে হেরে যাওয়ার ফলে তাঁর সোনা জয়ের দৌড় থেমে যায়। তবে দিদিদের পথ অনুসরণ করে এগিয়ে যাওয়া রিতু থামার পাত্র নন। আগামী কমনওয়েলথ গেমস ও এশিয়াডই আপাতত তাঁর পাখির চোখ।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)