বাপ্পি লাহিড়ীকে সম্মান জানাতে অন্য পথে হাঁটলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
তিনি জনপ্রিয়। তিনি বাঙালি। তিনি স্বনামধন্য, কিংবদন্তি। তিনি বাংলার গর্ব। সেই মানুষটিকেই এবার অন্য পথে সম্মান জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
বাংলা সিনেমার পরম্পরায় একটা যুগ কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে কার্যত দাপটে রাজত্ব করেছেন। শুধু নায়িকা বলেই নয়, ঋতুপর্ণা বিভিন্ন চরিত্রে নিজের প্রতিভা প্রমাণ করেছেন।
সেই ঋতুপর্ণা সেনগুপ্তকে একটি ডার্ক কমেডি সিনেমায় দেখা যেতে চলেছে। যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন গোবিন্দ নামদেব, রাজপাল যাদব, প্রেম চোপড়া, অনুপ জালোটার মত তাবড় অভিনেতা।
সিনেমাটির শ্যুটিংয়ের জন্য মুম্বইতে গিয়ে ঋতুপর্ণা এটা জানিয়েছেন যে এই সিনেমার গল্প ডার্ক কমেডি হলেও ঠিক চেনা ছকের ডার্ক কমেডি নয়। একদম অন্য পথে হেঁটেছে এই সিনেমার কাহিনি। ফলে এটি মনোগ্রাহী হবে।
যদিও এখনও এই সিনেমার নাম স্থির হয়নি। তবে তার আগেই নিজের অভিনয় করা এই সিনেমাটিকে প্রয়াত সুরকার, গায়ক বাপ্পি লাহিড়ীর স্মৃতিতে উৎসর্গ করেছেন ঋতুপর্ণা।
এক বাঙালি অভিনেত্রীর এক বাঙালি কিংবদন্তিকে এ এক অনবদ্য সম্মান প্রদর্শন। ঋতুপর্ণা জানান, এই সিনেমায় অভিনয়ের জন্য বাপ্পি লাহিড়ীই তাঁকে ডেকে পাঠিয়েছিলেন। এই সিনেমায় বাপ্পি লাহিড়ী তাঁর শেষ সুর করেন। সিনেমার অন্যতম প্রযোজকও ছিলেন প্রয়াত বাপ্পি লাহিড়ী।
ঋতুপর্ণা জানিয়েছেন, বাপ্পি লাহিড়ী যখন তাঁকে ডেকে পাঠান তখন সেই সিনেমায় না করা তাঁর পক্ষে সম্ভব ছিলনা। প্রসঙ্গত ঋতুপর্ণা এখন পরপর হিন্দি সিনেমায় নিজের ছাপ রাখতে শুরু করেছেন। তাঁর ‘ইত্তর’ সিনেমার শ্যুটিং শেষ হয়ে গেছে। বাংলায় ‘সল্ট’ নামে সিনেমার কাজও শেষ হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা