
রোয়ানু-র দাপটে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। শুক্রবার রাতেই তা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় তৈরি রাখা হয়েছে এনডিআরএফ। নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। যে কোনও ফোন থেকে ১০৭০ নম্বর ডায়াল করে প্রয়োজনে যোগাযোগ করা যাবে এই কন্ট্রোল রুমের সঙ্গে।