বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রোয়ানু। প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে তাতে ঝড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। অনেক বাড়ি ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে গাছ। বহু মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরিশাল ও চট্টগ্রামের। বাড়ি ও গাছ চাপা পড়ে বহু মানুষ আহত হয়েছেন। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এদিকে বাংলাদেশে তাণ্ডব চালিয়ে অনেকটা দুর্বল হয়ে রোয়ানু এগিয়ে যায় ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলির দিকে। ঝড় বাংলাদেশের দিকে সরে যাওয়ায় পশ্চিমবঙ্গ রেহাই পেয়েছে। ঝড়ের যে ঝাপটা এসে পড়ার সম্ভাবনা ছিল তাও হয়নি। বরং দুপুর থেকে কড়া রোদও উঠে যায়। সকালের দিকে কিছুটা বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘও বিদায় নিয়ে নীল আকাশ উঁকি মারে।
Leave a Reply