গণধর্ষণে জড়িত থাকার অভিযোগে ৯ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন ব্রাজিল ফুটবল দলের ফরওয়ার্ড রবিনহো। ২০১৩ সালের জানুয়ারিতে ইতালির মিলানের একটি নাইটক্লাবে ধর্ষিতা হন ২২ বছরের আলাবেনিয়ান এক তরুণী। তাঁকে মদ খাইয়ে অচৈতন্য করে গণধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ জানান ওই তরুণী। ঘটনার তদন্তে নেমে এসি মিলান দলের প্রাক্তন ফুটবলার রবিনহোর বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। রবিনহোসহ আরও ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার ইতালির মিলান আদালতে সেই মামলার শুনানি ছিল। তথ্যপ্রমাণ খতিয়ে দেখে রবিনহোর ৯ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারপতিরা। বাকি ৫ অভিযুক্ত চিহ্নিত না হওয়ায় তাদের বিচারপর্ব আপাতত স্থগিত রাখা হয়েছে। ধর্ষিতা যুবতীকে ক্ষতিপূরণ বাবদ রবিনহোকে ৬০ হাজার ইউরো দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত ছিলেন রবিনহো। বর্তমানে ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরো দলের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। মিলান আদালতের রায় অবশ্য মানতে নারাজ রবিনহোর আইনজীবী। রবিনহোকে নির্দোষ প্রমাণ করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।