কোস্টারিকার সমুদ্রতটে জলজগতের হিংস্রতম প্রাণি টাইগার সার্কের মরণ কামড়ে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা পর্যটক। গুরুতরভাবে জখম আরও একজন। গত ৩০ নভেম্বর কোস্টারিকার প্রত্যন্ত কোকোস দ্বীপ সংলগ্ন প্রশান্ত মহাসাগরে স্কুবা ডাইভে মত্ত ছিলেন রোহিনা ভাণ্ডারী নামে ভারতীয় বংশোদ্ভূত পর্যটক। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের একজন ডাকসাইটে প্রাইভেট ইকুইটি ম্যানেজার রোহিনা ১৮ জন সদস্যের সঙ্গে কোস্টারিকার ওই নির্জন দ্বীপে বৃহস্পতিবার বেড়াতে যান। বিশ্বের পর্যটকদের কাছে কোস্টারিকার প্রধান আকর্ষণ সমুদ্রের বুকে রোমহর্ষক স্কুবা ডাইভের আনন্দ নেওয়া। গ্রুপের বাকিদের মতো ৪৯ বছরের রোহিনাও প্রশিক্ষকের তত্ত্বাবধানে স্কুবা ডাইভে মেতে ওঠেন।
আনন্দের আতিশয্যে তাঁরা টেরও পাননি কখন চুপিসারে ওই জায়গায় এসে উপস্থিত হয়েছে এক হিংস্র শিকারি। তাই ভুল করে হাঙরের একেবারে মুখের কাছে চলে যান রোহিনা। বিন্দুমাত্র দেরি না করে ধূর্ত টাইগার সার্ক আক্রমণ করে বসে রোহিনা ও তাঁর প্রশিক্ষককে। দানব হাঙরের শক্তিশালী দাঁত ক্ষতবিক্ষত করে দেয় রোহিনার দুটো পা। গুরুতরভাবে জখম হন প্রশিক্ষক। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। তবে ডাক্তারদের শত প্রচেষ্টাতেও বাঁচানো সম্ভব হয়নি রোহিনাকে। বারবার সমুদ্র তটে ভ্রমণে আসা পর্যটকদের উপর হাঙরের আক্রমণের ঘটনায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে।