ওয়ান ডে ক্রিকেটে কেরিয়ারের তৃতীয় ডবল সেঞ্চুরির নজির গড়লেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। মাত্র ১৫৩ বল খেলে রোহিতের ২০৮ রানের দুরন্ত ইনিংসে ১২টি ছক্কা এবং ১৩টি চার রয়েছে। এদিন মোহালির পিচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই বিধ্বংসী ইনিংস শুরু করে। যার পুরোধা ছিলেন অধিনায়ক রোহিত শর্মা।
শ্রীলঙ্কার কাছে ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরে যাওয়ায় সিরিজ জিততে হলে বাকি ২টি ম্যাচই জিততে হবে। এই শর্তেই এদিন মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। শুরু থেকেই কখনও শিখর ধাওয়ান তো কখনও শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রোহিত। এদিনের ডবল সেঞ্চুরির পর তিনি এই মুহুর্তে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সর্বাধিক ডবল সেঞ্চুরির মালিক। এছাড়া একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ২৬৪ রানের নজিরও রোহিত শর্মার দখলেই রয়েছে। সেই কীর্তিও তিনি গড়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধেই। এদিন ৫০ ওভারে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩৯২ রান। বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে চাপের মুখে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা।